ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ভারতে আইফোন তৈরি নিয়ে অ্যাপলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শুক্রবার, ২৩ মে ২০২৫ , ০৮:১৭ পিএম


loading/img
ফাইল ছবি

ভারতে আইফোন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে গেলে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলকে চড়া হারে শুল্ক দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অ্যাপলকে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, আমেরিকায় বিক্রির জন্য আইফোন হলে, তা আমেরিকাতেই তৈরি করতে হবে। অন্য দেশে, বিশেষ করে ভারতে তৈরি পণ্যে শুল্ক আরোপ হবে। ভারতে তৈরি আইফোন আমেরিকায় বিক্রি করলে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে অ্যাপলকে।

বিজ্ঞাপন

অ্যাপল কর্ণধার টিম কুককে আগেই এ বিষয়ে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট তার উদ্দেশে বলেছেন, আমি শুনছি, আপনারা ভারতে উৎপাদন করেছেন। আমি চাই না অ্যাপল ভারতে পণ্য তৈরি করুক।

বর্তমানে অ্যাপলের প্রোডাক্টের বড় অংশ তৈরি হয় চীনে। তবে, সাম্প্রতিক বছরগুলোতে উৎপাদন খরচ কমাতে ভারতমুখী হচ্ছে অ্যাপল। বর্তমানে ফক্সকন, টাটা ইলেকট্রনিক্স ও পেগাট্রন-এই তিনটি কোম্পানি ভারতে আইফোন তৈরি করছে।

সিএনবিসির তথ্য অনুযায়ী, বর্তমানে অ্যাপলের ২০ শতাংশ আইফোন তৈরি হচ্ছে ভারতে, যার উল্লেখযোগ্য অংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার পর থেকেই চীন ও ভারতের মতো দেশে উৎপাদন কমিয়ে ‘মেড ইন ইউএসএ’ পণ্যে জোর দেওয়ার নীতিতে অটল রয়েছে ট্রাম্প প্রশাসন।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |